ওয়েবসাইট আসলত্ব যাচাই করুন

ইন্টারনেট জগতে কত যে ওয়েবসাইট রয়েছে তার হিসাব নেই। কিন্তু তার মধ্যে কয়টি ভাল আর কয়টি মন্দ তা কি আমরা জানি? অনেক ওয়েবসাইট রয়েছে ধোকাবাজ। এসব ওয়েবসাইট আপনার কম্পিউটারকে বিভিন্নভাবে আক্রান্ত করতে পারে। ঘটতে পারে হ্যাকিংয়ের মত অনাকাংখিত ব্যাপার।
তাই এসব অনাকাংখিত সাইট থেকে বিরত রাখতেই একটি চমতকার টুলবারের আবির্ভাব। এর নাম হচ্ছে Browser Defender.
এটি আপনাকে নিশ্চিন্তভাবে দেখাবে যেকোন সাইটের র‌্যাঙ্ক। এটি টুলবার আর তাই নেই সফটওয়্যারএর মত ইন্সটলের যামেলা। এটা সাইট উপদেষ্ঠার মত কাজ করে।


যখন আপনি নতুন একটি সাইট ওপেন করেন তখনই এটি স্ক্যান শুরু করে। আপনার ব্রাউজারের পাশে অবস্থানরত টুলবারটি আপনাকে দেখাবে সাইটটি কি ভালো   না খারাপ। এতে প্রবেশ করা উচিত নাকি অনুটিত। এটা বর্তমানে শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার ও ফায়ারফক্সের জন্য অবমুক্ত হয়েছে।


সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে


পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্টার

বর্তমানে পিডিএফ ফরম্যাট বেশ জনপ্রিয়।
আমরা অনেকেই পিডিএফ এর সম্পূর্ণ নাম জানি না।
পিডিএফ মানে হচ্ছে "পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট"।


অনেকেই পিডিএফ ফরম্যাট এর বই বানাতে চায়।
কিন্তু পারে না।
আপনি আপনার এম এস ওয়ার্ডে টাইপকৃত ডকুমেন্টটি ইচ্ছে করলেই পিডিএফ ফরম্যাট এ নিতে পারেন।
তার জন্য প্রথমে একটি ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার ডাউনলোড করতে হবে।
সোর্সফোর্জ থেকে ফ্রি কনভার্টার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোডকৃত সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
অত:পর যে ফাইলটি আপনি পিডিএফ ফরম্যাটে বানাতে চাস সেটিতে মাউসের ডান বাটন রেখে দেখুন নিম্নোক্ত চিত্রের মত দেখায়।



Create PDF and Bitmap Files with PDFCreator এ ক্লিক করলে নিম্নোক্ত চিত্র দেখাবে।


এবার উপরোক্ত ঘরগুলো আপনার পছন্দ অনুযায়ী পূর্ণ করে সেইভ করলেই হল। ব্যাস। উপভোগ করুন 
আপনার পিডিএফ জগত।
ধন্যবাদ।



এম এস ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখুন মাত্র একটি কমান্ড দিয়েই

সাধারনত এম এস ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখার কোন সর্টকাট কমান্ড দেয়া নেই।
তবে আপনি এই কমান্ড ব্যবহার করে প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন।
কমান্ডটি হচ্ছে Ctrl+Alt+I
চেষ্ঠা করে দেখুন আপনিও পারবেন।
ধন্যবাদ।

এম এস ওয়ার্ড এর ম্যাজিক

১. প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করুন।
২. তারপর লিখুন =rand (200, 99)
৩. তারপর এন্টার প্রেস করুন।
৪. দেখুন কি জাদু।