ইন্টারনেট জগতে কত যে ওয়েবসাইট রয়েছে তার হিসাব নেই। কিন্তু তার মধ্যে কয়টি ভাল আর কয়টি মন্দ তা কি আমরা জানি? অনেক ওয়েবসাইট রয়েছে ধোকাবাজ। এসব ওয়েবসাইট আপনার কম্পিউটারকে বিভিন্নভাবে আক্রান্ত করতে পারে। ঘটতে পারে হ্যাকিংয়ের মত অনাকাংখিত ব্যাপার।
তাই এসব অনাকাংখিত সাইট থেকে বিরত রাখতেই একটি চমতকার টুলবারের আবির্ভাব। এর নাম হচ্ছে Browser Defender.
এটি আপনাকে নিশ্চিন্তভাবে দেখাবে যেকোন সাইটের র্যাঙ্ক। এটি টুলবার আর তাই নেই সফটওয়্যারএর মত ইন্সটলের যামেলা। এটা সাইট উপদেষ্ঠার মত কাজ করে।
যখন আপনি নতুন একটি সাইট ওপেন করেন তখনই এটি স্ক্যান শুরু করে। আপনার ব্রাউজারের পাশে অবস্থানরত টুলবারটি আপনাকে দেখাবে সাইটটি কি ভালো না খারাপ। এতে প্রবেশ করা উচিত নাকি অনুটিত। এটা বর্তমানে শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার ও ফায়ারফক্সের জন্য অবমুক্ত হয়েছে।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে