কম্পিউটারের টিপস ও ট্রিকস, বিভিন্ন সমস্যার সমাধান, ভাইরাস ও টেকনোলজি জনিত বিভিন্ন উপায়, নিত্য নতুন খবরের এক বিশাল সম্ভার
এম এস ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখুন মাত্র একটি কমান্ড দিয়েই
সাধারনত এম এস ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখার কোন সর্টকাট কমান্ড দেয়া নেই। তবে আপনি এই কমান্ড ব্যবহার করে প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন। কমান্ডটি হচ্ছে Ctrl+Alt+I চেষ্ঠা করে দেখুন আপনিও পারবেন। ধন্যবাদ।