পিসির স্পিড বাড়ানোর টিপস - ৬

Spread Firefox Affiliate Button
১। Start থেকে Run এ যান। তারপর বক্সে msconfig লিখে Ok প্রেস করুন। System Configeration ওপেন হবে। এখানে Startup ট্যাবে ক্লিক করুন। নীচে দেখুন অনেক স্টার্টআপ অপশন রয়েছে। যেগুলো একান্তই ব্যবহার না করলেই নয় সেগুলো রেখে বাকিগুলোর টিকচিহ্ন উঠিয়ে দিয়ে Ok প্রেস করে কম্পিউটার রিস্টার্ট করুন।


২। ২। Start -> Programs -> Accessories -> System Tools -> Disk Defragmenter এবার যেকোন একটি ড্রাইভ সিলেক্ট নীচে Defragment এ ক্লিন করুন।

পিসির স্পিড বাড়ানোর টিপস - ৫

১। SpeedUpMyPc সফটওয়্যার টি ব্যবহার করুন। এটি ব্যবহারে পিসির স্পিড বাড়ে। এটি ডাউনলোড করতে পারেন এখান থেকে।এটির ১ বতসরের ফ্রি লাইসেন্স পেতে এখানে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করুন।

২। Start -> Programs -> Accessories -> System Tools -> Disk Cleanup এবার যেকোন একটি ড্রাইভ সিলেক্ট করে ক্লিন করুন।

পিসির স্পিড বাড়ানোর টিপস - ৪

১। My Computer রাইট বাটন ক্লিক করে Properties এ যান। Advanced ট্যাবে ক্লিক করে Startup and Recovery এর Settings এ যান। এবার System Failure এর নীচে Automatically Restart এর বক্সথেকে টিক চিহ্ন উঠিয়ে দিন। Ok প্রেস করুন।


২। আপনার কম্পিউটার এর C ড্রাইভে minimum 1 GB জায়গা খালি রাখবেন।