১। My Computer এ ডাবল ক্রিক করে প্রবেশ করুন। এবার মেনুবার থেকে Tools -> Folder Options এ ক্লিক করুন। সেখান থেকে View. তারপর Automatically Search For Network Folders and Printers এর টিক চিহ্ন উঠিয়ে দিন।এবার Ok প্রেস করে বেড়িয়ে আসুন।
২। Start থেকে Run এ যান। এখানে লিখুন msconfig তারপর এন্টার প্রেস করুন। System Configuration ওপেন হবে। এবার BOOT.INI ট্যাবে ক্লিক করে এর নীচে NOGUIBOOT অপশনটিতে ক্লিক করে Ok প্রেস করুন। কম্পিউটার রিস্টার্ট দিন।