জী হ্যা, কথাটি অবিশ্বাস্য শোনালেও সত্যি। আপনি এখন ইচ্ছে করলেই আপনার ব্যবহৃত ইন্টারনেটের গতি অতিরিক্ত ২০% বাড়াতে পারবেন। পদ্ধতিটি নিম্নরূপ:
১. প্রথামে Start -> Run. এরপর এখানে লিখুন gpedit.msc এন্টার প্রেস করুন। Group Policy ওপেন হবে।
২. তারপর Computer Configuration এর নীচে Administrative Templates এ ডাবল ক্লিক করুন। Network এ ডাবল ক্লিক করুন।
৩. QoS Packet Scheduler এ ক্লিক করুন।
৪. Limit Reservable Bandwidth এ ডাবল ক্লিক করুন এবং Enable এ ক্লিক দিন।
৫. এখানে Bandwidth limit দেখতে পাবেন ২০%। সেটি পরিবর্তন করে দিন ০%।
৬. এবার Ok প্রেস করে বেড়িয়ে আসুন। এখন আপনার নেট স্পিড চেক করুন। দেখুন মজা।
Happy Browsing