১। প্রথমে Start থেকে Run এ যান। এখানে লিখুন regedit। এন্টার দিন। Registry Editor ওপেন হবে। তারপর HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক করুন। তারপর System এ ডাবল ক্লিক করুন। CurrentControlSet এ ডাবল ক্লিক করুন। Control এ ডাবল ক্লিক করুন। File System এ ক্লিক করুন। এবার ডান পাশে NtfsDisableLastAccessUpdate এ Value 1 সেট করুন। ব্যাস এবার কম্পিউটার Restart করুন।
২। প্রথমে Start থেকে Run এ যান। এখানে লিখুন regedit। এন্টার দিন। Registry Editor ওপেন হবে। তারপর HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক করুন। Software এ ডাবল ক্লিক করুন তারপর Microsoft এ ডাবল ক্লিক করুন। Windows এ ডাবল ক্লিক করুন তারপর CurrentVersion এ ডাবল ক্লিক করুন। Explorer এ ডাবল ক্লিক করুন তারপর AlwaysUnloadDll এর ডান পাশে ভ্যালু 1 সেট করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।
