পিসির স্পিড বাড়ানোর টিপস - ৬

Spread Firefox Affiliate Button
১। Start থেকে Run এ যান। তারপর বক্সে msconfig লিখে Ok প্রেস করুন। System Configeration ওপেন হবে। এখানে Startup ট্যাবে ক্লিক করুন। নীচে দেখুন অনেক স্টার্টআপ অপশন রয়েছে। যেগুলো একান্তই ব্যবহার না করলেই নয় সেগুলো রেখে বাকিগুলোর টিকচিহ্ন উঠিয়ে দিয়ে Ok প্রেস করে কম্পিউটার রিস্টার্ট করুন।


২। ২। Start -> Programs -> Accessories -> System Tools -> Disk Defragmenter এবার যেকোন একটি ড্রাইভ সিলেক্ট নীচে Defragment এ ক্লিন করুন।

পিসির স্পিড বাড়ানোর টিপস - ৫

১। SpeedUpMyPc সফটওয়্যার টি ব্যবহার করুন। এটি ব্যবহারে পিসির স্পিড বাড়ে। এটি ডাউনলোড করতে পারেন এখান থেকে।এটির ১ বতসরের ফ্রি লাইসেন্স পেতে এখানে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করুন।

২। Start -> Programs -> Accessories -> System Tools -> Disk Cleanup এবার যেকোন একটি ড্রাইভ সিলেক্ট করে ক্লিন করুন।

পিসির স্পিড বাড়ানোর টিপস - ৪

১। My Computer রাইট বাটন ক্লিক করে Properties এ যান। Advanced ট্যাবে ক্লিক করে Startup and Recovery এর Settings এ যান। এবার System Failure এর নীচে Automatically Restart এর বক্সথেকে টিক চিহ্ন উঠিয়ে দিন। Ok প্রেস করুন।


২। আপনার কম্পিউটার এর C ড্রাইভে minimum 1 GB জায়গা খালি রাখবেন।



পিসির স্পিড বাড়ানোর টিপস - ৩

১। My Computer এ ডাবল ক্রিক করে প্রবেশ করুন। এবার মেনুবার থেকে Tools -> Folder Options এ ক্লিক করুন। সেখান থেকে View. তারপর Automatically Search For Network Folders and Printers এর টিক চিহ্ন উঠিয়ে দিন।এবার Ok প্রেস করে বেড়িয়ে আসুন।


২। Start থেকে Run এ যান। এখানে লিখুন msconfig তারপর এন্টার প্রেস করুন। System Configuration ওপেন হবে। এবার BOOT.INI ট্যাবে ক্লিক করে এর নীচে NOGUIBOOT অপশনটিতে ক্লিক করে Ok প্রেস করুন। কম্পিউটার রিস্টার্ট দিন।



পিসির স্পিড বাড়ানোর টিপস - ২


১। My Computer এ রাইট বাটন ক্লিক করে Manage এ যান। Computer Management ওপেন হবে। Services and Applications এ ডাবল ক্লিক করুন।Services এ ক্লিক করার পর ডান দিকে লক্ষ্য করুন কতগুলো অপশন এসেছে। এইসকল স্টার্টআপের যে কয়টি পারেন Properties এ গিয়ে General এর নিচে Startup Type  এ Disabled করুন।

২। Start থেকে Settings ->Control Panel এ যান। তারপর Power Options এ যান। এবার Hibernate এ যান। সেখানে Enable Hibernate এ টিক থাকলে তা উঠিয়ে দিন। অর্থাত ডিজেবল করুন।

পিসির স্পিড বাড়ানোর টিপস - ১


১। প্রথমে Start থেকে Run এ যান। এখানে লিখুন regedit। এন্টার দিন। Registry Editor ওপেন হবে। তারপর HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক করুন। তারপর System এ ডাবল ক্লিক করুন। CurrentControlSet এ ডাবল ক্লিক করুন। Control এ ডাবল ক্লিক করুন। File System এ ক্লিক করুন। এবার ডান পাশে NtfsDisableLastAccessUpdate এ Value 1 সেট করুন। ব্যাস এবার কম্পিউটার Restart করুন।


২। প্রথমে Start থেকে Run এ যান। এখানে লিখুন regedit। এন্টার দিন। Registry Editor ওপেন হবে। তারপর HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক করুন। Software এ ডাবল ক্লিক করুন তারপর Microsoft এ ডাবল ক্লিক করুন। Windows এ ডাবল ক্লিক করুন তারপর CurrentVersion এ ডাবল ক্লিক করুন। Explorer এ ডাবল ক্লিক করুন তারপর AlwaysUnloadDll এর ডান পাশে ভ্যালু 1 সেট করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।


আপনার ব্যবহৃত ইন্টারনেটের গতি বাড়ান অতিরিক্ত ২০%

Click here to increase PC Speed
জী হ্যা, কথাটি অবিশ্বাস্য শোনালেও সত্যি। আপনি এখন ইচ্ছে করলেই আপনার ব্যবহৃত ইন্টারনেটের গতি অতিরিক্ত ২০% বাড়াতে পারবেন। পদ্ধতিটি নিম্নরূপ:

১. প্রথামে Start -> Run. এরপর এখানে লিখুন gpedit.msc এন্টার প্রেস করুন। Group Policy ওপেন হবে।
২. তারপর Computer Configuration এর নীচে  Administrative Templates এ ডাবল ক্লিক করুন। Network এ ডাবল ক্লিক করুন।
৩. QoS Packet Scheduler এ ক্লিক করুন।
৪. Limit Reservable Bandwidth এ ডাবল ক্লিক করুন এবং  Enable এ ক্লিক দিন।
৫. এখানে Bandwidth limit দেখতে পাবেন ২০%। সেটি পরিবর্তন করে দিন ০%।
৬. এবার Ok প্রেস করে বেড়িয়ে আসুন। এখন আপনার নেট স্পিড চেক করুন। দেখুন মজা।

Happy Browsing 

ওয়েবসাইট আসলত্ব যাচাই করুন

ইন্টারনেট জগতে কত যে ওয়েবসাইট রয়েছে তার হিসাব নেই। কিন্তু তার মধ্যে কয়টি ভাল আর কয়টি মন্দ তা কি আমরা জানি? অনেক ওয়েবসাইট রয়েছে ধোকাবাজ। এসব ওয়েবসাইট আপনার কম্পিউটারকে বিভিন্নভাবে আক্রান্ত করতে পারে। ঘটতে পারে হ্যাকিংয়ের মত অনাকাংখিত ব্যাপার।
তাই এসব অনাকাংখিত সাইট থেকে বিরত রাখতেই একটি চমতকার টুলবারের আবির্ভাব। এর নাম হচ্ছে Browser Defender.
এটি আপনাকে নিশ্চিন্তভাবে দেখাবে যেকোন সাইটের র‌্যাঙ্ক। এটি টুলবার আর তাই নেই সফটওয়্যারএর মত ইন্সটলের যামেলা। এটা সাইট উপদেষ্ঠার মত কাজ করে।


যখন আপনি নতুন একটি সাইট ওপেন করেন তখনই এটি স্ক্যান শুরু করে। আপনার ব্রাউজারের পাশে অবস্থানরত টুলবারটি আপনাকে দেখাবে সাইটটি কি ভালো   না খারাপ। এতে প্রবেশ করা উচিত নাকি অনুটিত। এটা বর্তমানে শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার ও ফায়ারফক্সের জন্য অবমুক্ত হয়েছে।


সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে


পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্টার

বর্তমানে পিডিএফ ফরম্যাট বেশ জনপ্রিয়।
আমরা অনেকেই পিডিএফ এর সম্পূর্ণ নাম জানি না।
পিডিএফ মানে হচ্ছে "পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট"।


অনেকেই পিডিএফ ফরম্যাট এর বই বানাতে চায়।
কিন্তু পারে না।
আপনি আপনার এম এস ওয়ার্ডে টাইপকৃত ডকুমেন্টটি ইচ্ছে করলেই পিডিএফ ফরম্যাট এ নিতে পারেন।
তার জন্য প্রথমে একটি ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার ডাউনলোড করতে হবে।
সোর্সফোর্জ থেকে ফ্রি কনভার্টার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোডকৃত সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
অত:পর যে ফাইলটি আপনি পিডিএফ ফরম্যাটে বানাতে চাস সেটিতে মাউসের ডান বাটন রেখে দেখুন নিম্নোক্ত চিত্রের মত দেখায়।



Create PDF and Bitmap Files with PDFCreator এ ক্লিক করলে নিম্নোক্ত চিত্র দেখাবে।


এবার উপরোক্ত ঘরগুলো আপনার পছন্দ অনুযায়ী পূর্ণ করে সেইভ করলেই হল। ব্যাস। উপভোগ করুন 
আপনার পিডিএফ জগত।
ধন্যবাদ।



এম এস ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখুন মাত্র একটি কমান্ড দিয়েই

সাধারনত এম এস ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখার কোন সর্টকাট কমান্ড দেয়া নেই।
তবে আপনি এই কমান্ড ব্যবহার করে প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন।
কমান্ডটি হচ্ছে Ctrl+Alt+I
চেষ্ঠা করে দেখুন আপনিও পারবেন।
ধন্যবাদ।

এম এস ওয়ার্ড এর ম্যাজিক

১. প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করুন।
২. তারপর লিখুন =rand (200, 99)
৩. তারপর এন্টার প্রেস করুন।
৪. দেখুন কি জাদু।